১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনা সদর

Displaying 21-30 of 131 results.

সরকারি এডওয়ার্ড কলেজ শাখার বিজ্ঞান অনুষদের সম্মেলন অনুষ্ঠিত

ওবাইদুর রহমান জিলানীঃ  ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  সরকারি এডওয়ার্ড কলেজ শাখার বিজ্ঞান অনুষদে বাংলাদেশ ছাত্রলীগের  সম্মেলন সোমবার প্রতীক্ষার প্রহর চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি খন্দ. আহমেদ শরিফ ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন, এডওয়ার্ড কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ আলী সোহেল, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখার সভাপতি শিবলী সাদিক, সম্পাদক সোহাগ...

৩৭৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১ মহিলা

৩৭৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১ মহিলা

নয়ন হোসেন- ৩৭৫ বোতল ফেন্সিডিল সহ এক জন মহিলা কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

আজ বেলা সময় দুই টার সময় গোবিন্দা আসামি নিজ বাড়ির খাটের নিচে থেকে ৩৭৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। 

পাবনা সদর থানাস্থ গোবিন্দা এলাকার শফি শেখ এর স্ত্রী  মোছা ছাবিনা বেগম।

পাবনা জেলা পুলিশ এর গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মোঃ আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামী তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দ্যেশ্যে প্রচুর পরিমান মাদকদ্রব্য মজুদ করেছে তৎখনাত এসআই মনিরুল করিম ও এএসআই মোশারফ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে  ফেন্সিডিল সহ আটক করে। পরে তাকে...

পাবনায় ঠিকাদারের গাড়ীর নিচে পিষ্ট হয়ে কর্মচারী মৃত্যু

পাবনায় ঠিকাদারের গাড়ীর নিচে পিষ্ট হয়ে কর্মচারী মৃত্যু

নয়ন হোসেন-পাবনায় এলজিইডি অফিস চত্ত্বরে জনৈক ঠিকাদারের প্রাইভেট গাড়ীর চাকায় পিষ্ট হয়ে এলজিইডি এক চতুর্থ শ্রেণীর  কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মনির হোসেন (৩৪) মনির হোসেন শহরের বাংলাবাজার এলাকার সিরাজ হোসেন ছেলে। 

পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, পাবনা শহরের চকছাতিয়ানী এলাকার জনৈক ঠিকাদার মিঠু মালিথা পাবনা এলজিইডি অফিস চত্ত্বরে তার নিজের প্রাইভেট গাড়ী রাখতেন। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে গাড়ীটি বের করার সময় গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর কাদেরের সঙ্গে যোগাযোগ...

দোগাছি গ্রামে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ -আহত-৩

দোগাছি গ্রামে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ -আহত-৩

নয়ন হোসেন-  পাবনা সদর থানাস্থ দোগাছি এলাকায় দুই পরিরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় আহত হয়েছে একই পরিবারের তিন জন।

গতকাল বেলা এগারোটার সময় দোগাছি বোবড়াখালী দিগর এলাকায় মসজিদ নিয়ে মৃত একেন উদ্দিন এর ছেলে মোঃ নাসির উদ্দিন এর বাড়িতে এলাকার চেয়ারম্যান, মেম্বর ও প্রামানিক নিয়ে বসা হয়। পরবর্তিতে এক সময় নাসির উদ্দিন এর পার্শের বাড়ির সাথে দির্ঘদিন যাবৎ ঝামেলা চলছিল এর মধ্যে জমিজমা নিয়ে কথা ওঠে এক পর্যায়ে কথাকাটাকাটির সৃষ্টি হয় তারপর ওয়াসিম ও শাকিল সবুজ নাসির ও তার পরিবারের কয়েকজন কে বেদম মারধর করে, তখনই এক পর্যায়ে...

পাবনায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ছিনতাইকারী আটক

নয়ন হোসেন-পাবনা শহরের জোড়বাংলা এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সিরাতুল শেখ রাতুল (২৩) নামের এক ছিনতাইকারীকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। 

এ সময় অপর ৪/৫ জন সহযোগী পালিয়ে গেছে। আটককৃত রাতুল শহরের পৌর এলাকার দণি রাঘবপুর নিকিরীপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা জানান,  গোপন সংবাদে তারা জানতে পারেন শহরের পৌর এলাকার জোড়বাংলা নামক স্থানে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সশস্ত্র অবস্থায় ৫/৬ জনের একদল ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি...

ভ্রাম্মমান আদালতে এর অভিযানে গাজা ও ইয়াবা সহ আটক ৩

ভ্রাম্মমান আদালতে এর অভিযানে গাজা ও ইয়াবা সহ আটক ৩

নয়ন হোসেন-পাবনায় ২ টি স্থানে ভ্রাম্মমান আদালতে এর  অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে তিন জন কে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গতকাল নির্বাহি মেজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর  সহকারী পরিচালক শেখ মোঃ হাসেম আলীর পরিচালনায়  পরিদর্শক খবির আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স এর সহযোগীতার পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালানোকালীন পাবনা সদর থানাস্থ হলুদবাড়ীয়া এলাকায় বিখ্যাত গাঁজা ব্যাবসায়ী ইছাই প্রামানিকের নিজ বসত বাড়িতে বেলা সারে এগারটার সময় অভিযান চালিয়ে মোঃ ইছাই প্রামানিক ও তার ছেলে...

৬৫ পুরিয়া হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক

৬৫ পুরিয়া হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক

নয়ন হোসেন-  পাবনা শহরস্থ নয়নামাতি পশ্চিমপাড়া এলাকা থেকে স্বামী-স্ত্রী কে আটক করেছে পাবনা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর পনে দুইটার দিকে নয়নামাতি পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নয়নামাতি পশ্চিম পাড়া এলাকার মৃত তালেব বিশ্বাস এর ছেলে আব্দুল রহিম@ শিয়াল (৫৫) ও তার স্ত্রী মোছাঃ মেনু খাতুন ।

পাবনা জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের এসআই মোঃ ইলাহী জানান, অনেক দিন যাবৎ তারা দুইজন মাদক ব্যবসা করে আসছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা একসাথে বিভিন্ন ব্যাক্তির কাছে মাদক বিক্রয় করিতেছে...

নর্থ পয়েন্ট স্কুল এর বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নর্থ পয়েন্ট স্কুল এর বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নয়ন হোসেন-পাবনা শহরের সেন্ট্রাল গালস্ স্কুলের সামনে গোসামি কমপ্লেক্স এ অবস্থিত নর্থ পয়েন্ট স্কুল এর প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

গতকাল দুপুর দুইটার সময় সেন্ট্রাল গালস্ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে  বিভিন্ন প্রতিযোগীতা ও সাস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে  পুরষ্কার বিতরন করা করেন অতিথিবৃন্দরা। আগের দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা । 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি...

ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সোহানী হোসেন’কে সন্মাননা ক্রেষ্ট প্রদান

 ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সোহানী হোসেন’কে সন্মাননা ক্রেষ্ট প্রদান

নয়ন হোসেন- সমাজ সেবায় অনন্য অবদান রাখায় পাবনার অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন ১৫ তম আন্তর্জাতিক মাদার তেঁরেসা এওয়ার্ডে ভূষিত হওয়ায় ঢাকা ব্যাংক লিঃ পাবনা জেলা শাখার পক্ষ থেকে তাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। গত বুধবার শহরের দিলালপুরস্থ নিজ বাসভবনে বেলা ১২ টায় ঢাকা ব্যাংক লিঃ পাবনা জেলা শাখার ম্যানেজার মোঃ আতিক-উল ইসলাম (এসএভিপি) সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশন এএনএম আজম মেহরাব 

পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

নয়ন হোসেন- পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলো-সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের মৃত আমির হামজার ছেলে জহুরুল ইসলাম (২৬) ও আতাইকুলা থানার কুমিরগাড়ি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে জনী বিশ্বাস (২২)। 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে আতাইকুলা থানার গাঙ্গুহাটি এলাকায় অবস্থান করছে।...

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com