১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সাঁথিয়ায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

Jul 22, 2014, 1:55:02 PM

সাঁথিয়ায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

সাঁথিয়া উপজেলার পল্লীতে কুকুরের কামড়ে কবিরাজী চিকিৎসায় গতকাল মঙ্গলবার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের পরম আলীর মেয়ে বৈশাখী (৫)।
পারিবারিক সুত্রে জানা যায় প্রায় দেড় মাস পুর্বে একটি কুকুর বৈশাখীকে কামড় দিলে তারা বিভিন্ন কবিরাজের ঔষধ সেবন করাতে থাকে। গত সোমবার রাতে অস্বাভাবিক আচারন শুরু করলে মঙ্গলবার সকালে স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুদ ওয়াদুদের নিকট নিলে জ্বলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে জানিয়ে হাসপাতালে নিতে বলেন। কিছুক্ষন পরেই সে মারা যায়। কবিরাজী চিকিৎসাতেই শিশুটির অকাল মৃর্ত্যু হলো বলে স্থানীয়রা মন্তব্য করছেন।
 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com