১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানীতে বাস করেছে ঘুণ পোকা

Jan 22, 2015, 1:04:05 AM

ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানীতে বাস করেছে ঘুণ পোকা

নয়ন হোসেনঃ ঈশ্বরদী ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিঃ এর দোভাষী ও ওয়াশিং ইনচার্জের নাম মাসুদুল হুদা জুয়েল।মাসিক বেতন ৩৮ হাজার টাকা হলেও প্রতিমাসে তার রোজগার প্রায় ৩ লক্ষ টাকার উপরে। ঈশ্বরদী উপজেলা পরিষদের সামনে ৩ তলা বাড়ীর সম্পূর্নটা তিনি ভাড়া নিয়ে বসবাস করেন যার মাসিক ভাড়া ৩০ হাজার টাকা (বিদ্যুৎ ও গ্যাস বিল বাদে ) বেতনের অবশিষ্ট ৮ হাজার টাকায় স্ত্রী, সন্তান কাজের মেয়ে সিকিউরিটি গার্ড নিয়ে ভালভাবেই বিলাসী জীবন যাপন করছেন। অবাক হলেন? ৮ হাজার টাকায় এত কিছু সম্ভব? দোভাসী জুয়েলের হিসেব এমনই। জুয়েলের বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক। বসবাস করেন ঢাকা সাভারে। তার অর্থনৈতিক অবস্থা এতটা সচ্ছল নয় যে জুয়েলের এই বিলাসী জিবন যাপনে তিনি সাহায্য করেন। তাহলে? উত্তর হচ্ছে –ব্যাপক অনিয়ম আর দূর্নীতির মাধ্যমে তিনি প্রতিমাসে ৩ লক্ষাধিক টাকার উপরে রোজগার করে থাকেন।তার বিরুদ্বে অভিযোগ প্রাপ্তির পর’ সরেজমিনে গেলে অভিযোগের সত্যতার প্রমান মেলে। ক্যামিকেলের গুনগত মান রক্ষা না করে ওজনে কম দিয়ে, ক্রয় মূল্যের মধ্যে কমিশন নির্ধারিত রেখে, কমিশনের মাধ্যমে পাটিকে দিয়ে কাজ করিয়ে নিয়ে, ভুয়াবিল জমা দিয়ে, বল প্রয়োগ করে এসব বিভিন্ন অবৈধ কাজগুলি তিনি করে থাকেন। এসব কাজে কম্পানির হিসাব বিভাগের একজন কর্মকর্তা তাকে পুরো সহযোগিতা করেন এবং ঐ কর্মকর্তা জুয়েলের এসব কাজকে বৈধতা দিতে বাগিয়ে নেন মোটা অংকের টাকা। এসব কেমিক্যাল পার্টি যেমন- জিডিএস ইন্টারন্যশনাল, এন. আই কেমিকেল, এন.এন এন্টারপ্রাইজ, চিটাগাং ক্যামিকেল ইত্যাদি। এছাড়া মদ বিক্রি ও সন্ধার পর বাসায় বিভিন্ন বয়সী ছেলেদের নিয়ে জুয়ার আড্ডা বসানো তার প্রতিদিনের রুটিনের মধ্যে পরে। তার এমন দূনীতির ব্যাপারে কেউ খোলেনা কোম্পানীর শীর্ষ কর্মকর্তাদের কাছে। ঈশ্বরদীর আরো ৬ জন স্থানীয় দোভাষী থাকলেও তারা জুয়েলকে হুজুর হুজুর করে চলে। কেননা জুয়েল অফিস সময় এর পরও জাপানিদের সাথে সার্বক্ষনিক সঙ্গ দেয়। অন্য দিকে জুয়েলের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে চাইলে তাকে সে পরিচয় দেয় তার জন্ম স্থান গোপালগঞ্জ এবং ঈশ্বরদী স্থানীয় প্রভাবশালী কিছু ব্যাক্তিবর্গের। ইতোপূর্বে তার বিরাগ ভাজন হওয়ায় রাকিব, সানি রহমান, জনি, জহিরুল, রবিউল, মনিরসহ অনেকেরই চাকরি চলে গেছে। ফলে চাকরি হারানোর ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনা। উল্ল্যেখ্য যে জাপানিরা ইংরেজি ও বাংলা না জানার কারনে এ সমস্ত দূনীতি করে তিনি পার পেয়ে যান সম্প্রতি তিনি বিনোদনের জন্য ৫ সফরসঙ্গী নিয়ে কক্্রবাজার টুরে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে সম্পূর্ন ব্যাক্তিগতভাবে । অবাক হওয়ার কিছুই নেই যেমন অবৈধ আয় তেমনি ব্যায়। এ ব্যাপারে অভিযুক্ত জুয়েলের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাই এলাকার স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে দূর্নীনিবাজ এই ঘুন পোকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরী 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com