১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহরে শহর-গ্রামে বোমা আতঙ্ক

Jan 25, 2015, 3:34:42 AM

চাটমোহরে শহর-গ্রামে  বোমা আতঙ্ক

নয়ন হোসেন: পাবনার চাটমোহর ডিগ্রি কলেজের প্রধান ফটকের পাশ থেকে রোববার দুপুরে পুলিশ একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে। 

এ খবর  শহর-গ্রামে ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রবিবার বেলা ১২ টার দিকে কলেজের পাশের স্থানীয়রা পেট্রোল বোমা সদৃশ্য স্যালাইনের বোতল দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বোতলটি পেট্রোল বোমা নিশ্চিত করে জানান, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এই বোমা রেখে যায়।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com