১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনাবাসীর প্রাণের মেলা উদ্বোধন

Feb 2, 2015, 10:55:08 AM

পাবনাবাসীর প্রাণের মেলা উদ্বোধন

নয়ন হোসেনঃ উৎসবমূখর পরিবেশে মাসব্যাপী বই মেলা শুরু হয়েছে। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বই মেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরে আয়োজিত এই বই মেলায় ৩৬ টি স্টল রয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে জেলার ৫৬ টি সাংস্কৃতিক সংগঠন। গতকাল সোয়া সাতটায় এই বই মেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আল নকিব চৌধুরী। তিনি সকলকে বই পাঠে এগিয়ে আসার আহবান জানান। আগামী প্রজন্মকে পাঠাগারমূখী করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। বই মেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর মুহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিা ও আইসিটি) জামাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন বই মেলা পরিষদের সাধারন সম্পাদক শিবজিত নাগ,অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি দবির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আব্দুল মতীন খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন এড.মোসফেকা জাহান কনিকা। উদ্বোধন পর্বে প্রলয় চাকীর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। শেষে বই মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com