১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

বেড়া বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি পাটের গুদাম ও তেল মিল

Feb 6, 2015, 2:00:04 PM

বেড়া বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি পাটের গুদাম ও তেল মিল

নয়ন হোসেন-  বেড়া বাজারের পাটপট্রিতে গতকাল শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে পাটের গুদাম ও তেল মিল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় বেড়া পাটপট্রির বাদশা মোল্লার পাটের গুদামে আগুন লাগে। মূর্হুর্তেই আগুন পাশের ইকবাল হোসেন পাপ্পুর তেল মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্্রনে আনে। ইতোমধ্যে দেড় হাজার মন পাট, এক’শ মন সরিষা ও ১৭ ব্যাড়েল তেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তেল মিল মালিক পাপ্পু অভিযোগ করেছে, কে বা কারা শত্র“তা মূলকভাবে মিল ঘরের পেছন থেকে আগুন লাগিয়ে দিয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। বেড়া ফায়ার ব্রিগেডের পরিদর্শক শফিকুল ই্সলাম বলেন, তদন্ত ছাড়া এই মুহুর্তে অগ্নিকান্ড সম্পর্কে কিছু বলা যাবে না। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com