১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহরে কয়েকটি স্থানে ৭টি ককটেল বিস্ফোরণ; আহত ১

Feb 7, 2015, 9:35:56 PM

চাটমোহরে কয়েকটি স্থানে ৭টি ককটেল বিস্ফোরণ; আহত ১

নয়ন হোসেন- পাবনার চাটমোহরে শনিবার রাতে এসএসসি পরীা কেন্দ্রের গেট সহ কয়েকটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় স্বপন মিয়া (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। আহত স্বপন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে একযোগে চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজ,  চাটমোহর পাইটলট বালিকা উচ্চ বিদ্যালয় ও চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটে এবং কাজীপাড়া, নারিকেলপাড়া মহল্লা ও বন্ধ ‘প্রেরণা’ সিনেমা হলের সামনে মোট সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। এ ঘটনায় স্বপন মিয়া নামের এক যুবক আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত স্বপন মিয়া বলেন, ‘ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রেরণা সিনেমা হল (নারিকেলপাড়া) এলাকায়  আমার খুব কাছেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আমি একজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখি। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে তাকে চেনা যায়নি।’ ককটেল বিস্ফোরণে স্বপনের ডান হাত ও বুকের ডান পাশে তের সৃষ্টি হয়েছে।

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আতাউর রহমান জানান, রাত সাড়ে দশটার দিকে স্কুল গেটে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর সেখানে গিয়ে তিনি ধোঁয়া দেখতে পান। তবে নাশকতাকারী কাউকে দেখতে পাননি তিনি।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মূলত: শান্তিপ্রিয় চাটমোহর বাসীর মনে আতঙ্ক সৃষ্টির জন্যই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com