১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

২৩ পিচ ইয়াবা সহ আটক ১

Feb 18, 2015, 3:35:31 AM

২৩ পিচ ইয়াবা সহ আটক ১

নয়ন হোসেন- ইয়াবা সহ ১জন কে আটক করেছে পাবনা জেলার আমিনপুর থানা পুলিশ।

বুধবার সকাল সারে আট টার দিকে আমিনপুর বাজার থেকে বিক্রয় করাকালীন বিক্রেতা কে আটক করা হয়।

আমিনপুর থানা অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আমিনপুর বাজারে একজন ব্যাক্তি ইয়াবা বিক্রয় করিতেছে তখনই এএসআই রাসেল পারভেজ  নেতৃত্বে এক দল পুলিশ সেখানে পৌছালে সে পালানোর চেষ্টাকালে সঙ্গিয় ফোর্স এর সহযোগীতায় আসামী আসলাম কে ইয়াবা সহ আটক করা হয় এ সময় তার কাছে ২৩ পিচ ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ব্যাক্তি হলো- আমিনপুর থানাধীন রানীগ্রাম চকবন্দী গ্রামের মৃত বাবলু শেখ (সাবেক পুলিশ) এর ছেলে শেখ মোঃ আসলাম (২৩) 

ওসি অরো জানান, চলতি মাসে বেশ কয়েকজন মাদকদ্রব্য বিক্রেতাকে আটক করা হয়েছে ও  আগামী ১ মাসের মধ্যে আমিনপুর থানাধীন এলাকা মাদকমুক্ত করা হবে।

পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করা হয় যাহার মামলা নং-১০/১৫ আটককৃত ব্যাক্তিকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com