১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আতাইকুলা শিমুলচড়া গ্রামে ডিপ টিউবয়েল উদ্বোধন

Mar 12, 2015, 10:57:56 AM

আতাইকুলা শিমুলচড়া গ্রামে ডিপ টিউবয়েল উদ্বোধন

নয়ন হোসেন-পাবনা জেলার আতাইকুলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর  শিমুলচড়া গ্রামে এলাকার শেচ কাজ উন্নয়ন এর লক্ষে ডিপ টিউবয়েল উদ্বোধন করা হয়।

গতকাল বেলা সারে বারোটার সময় আতাইকুলা ইউনিয়ন আওয়মীলীগ এর সাধারন সম্পাদক খ,ম আতিয়ার হোসেন প্রথমে মাটি খনন কাজ শুরু করে দেন পরে ডিপ টিউবয়েল উদ্বোধন করেন ।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর কমিশনার মোঃ আনিসুর রহমান, ইউনিয়ন এর আওয়ামীলীগ এর নেতৃত্ববৃন্দ ও এলাকার মুরুব্বী ও চাষীরা। ডিপ টিউবয়েল পেয়ে এলাকাবাসী ও চাষীরা সেচ কাজের ক্ষেত্রে একটু সস্তি খুজে পেল বলে জানান এলাকাবাসী।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com