১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

দেশী চোলাই মদ সহ আটক ১

Apr 5, 2015, 6:33:39 PM

দেশী চোলাই মদ সহ আটক ১

নয়ন হোসেন- ২০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যাবসায়ীকে আটক করেছে পাবনা জেলাস্থ আমিনপুর থানা পুলিশ।

রবিবার বিকাল সারে পাঁচটার সময় কাশিনাথপুর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যাক্তি হল, আমিনপুর থানাস্থ টাংবাড়ি পশ্চিমপারা এলাকার মোঃ কুদ্দুস শেখ এর ছেলে মাহবুব শেখ।

আমিনপুর থানার এএসআই রাসেল পারভেজ জানান, কাশিনাথপুর মোড় এ তাকে পাওয়া যায়, তার আচার আচরণ চলাফেরা সন্দেহ জনক মনে হওয়ায় তার কাছে পৌছে পুরো শরির তল্লাশী করে কিছু পাওয়া যায় না, আসামীর হাকে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ লিটার দেশী চোলাই মদ পাওয়া যায় তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তখনই তাকে আটক করে আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এসআই মোঃ আসলাম হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরো জানা যায়, মাহবুব এর বাবা একজন বড় মদ ব্যাবসায়ী তাকে কিছুদিন আগে থানা পুলিশ মদ সহ আটক করে  বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়। তিনি এখন পাবনা কারাগারে রয়েছে।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com