১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

২শ’৫০ লিটার চোলাই মদ সহ আটক ১

Apr 11, 2015, 5:49:14 PM

২শ’৫০ লিটার চোলাই মদ সহ আটক ১

নয়ন হোসেনঃ পাবনা জেলাস্থ আমিনপুর বাজার থেকে দেশীয় তৈরী চোলাই মদ সহ একজন কে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।

শনিবার রাত সারে এগাারোটার দিকে আমিনপুর বাজার এলাকায় বসত বাড়ি থেকে ২শ’ ৫০ লিটার মদ সহ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি, আমিনপুর বাজার এলাকার মোঃ খোরশেদ এর ছেলে মোঃ খোকন (৩৫)।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় আমিনপুর বাজার এলাকায় আসামির নিজ বসত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরী চোলাই মদ প্যাকেট করছে, তৎখনাত এসআই মোঃ বেলাল হোসেন ও এএসআই রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্স সহ আসামির বাড়ি তল্লাশি করে বসত ঘড়ের পার্শে পরিত্যাক্ত লাকরির ঘড়ে মদ পলিথিন করন অবস্থায়  তাকে আটক করা হয়, এ সময় তার কাছে ও ঔ ঘড় থেকে মোট ২শ’ ৫০ লিটার মদ পাওয়া যায়। 

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com