১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহর থানায় দালালের উৎপাত বেড়েছে: এসপির হস্তক্ষেপ কামনা

Apr 21, 2015, 7:29:37 AM

চাটমোহর থানায় দালালের উৎপাত বেড়েছে: এসপির হস্তক্ষেপ কামনা

বার্তা সংস্থা পিপ (পাবনা) : বাংলাদেশ পুলিশ পাবনার চাটমোহর থানায় দালাল চক্রের উৎপাত বেড়েছে। এতে আইনী সাহায্য নিতে আসা সাধারণ মানুষকে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দালাল ছাড়া ওসির দেখা পাচ্ছেন না কোন অভিযোগদাতা।

স্থানীয় থানা পুলিশ সুত্র বলছে, চিহ্নিত কতিপয় দালাল সকাল থেকেই থানা চত্ত্বর ও এর আশেপাশে অবস্থান নেয়। থানায় কেউ অভিযোগ নিয়ে আসলে তাকে প্রথমেই দালালের খপ্পড়ে পড়তে হয়। ওসি বা কোন দারোগার সাথে দেখা করতে হলে- কি করতে হবে তা দালালই বাতলে দেন। এজন্য তাঁরা আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

গত দু’দিনে সরেজমিনে থানা চত্ত্বর পরিদর্শন ও পর্যবেক্ষণকালে এসব অভিযোগের সত্যতা চোখে পড়েছে।

সুত্রমতে, ওসির সাথে এসব দালালের রয়েছে ‘বিশেষ সম্পর্ক’। এরা  নিয়মিত ওসির কক্ষে ঘন্টার পর ঘন্টা বসে ওসির দেওয়া সিগারেট ফুঁকেন। তাই সাধারণ মানুষ যে কোন অভিযোগ দিতে এসে চরম বিড়ম্বনায় পরেন।

এব্যাপারে থানার ওসি সুব্রত কুমার সরকারের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা ব্যস্ত পাওয়া গেছে। ভুক্তভোগীরা চাটমোহর থানায় দালাল চক্রের দৌড়াত্ম বন্ধ করার জন্য পাবনা পুলিশ সুপারের কার্যকর ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com