১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

কাশিনাথপুরে এ তিন কেজি গাঁজা সহ আটক-১

Apr 23, 2015, 5:41:52 PM

কাশিনাথপুরে এ তিন কেজি গাঁজা সহ আটক-১

নয়ন হোসেন- তিন গাঁজা সহ  ১ জন কে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পনে এক টার সময় আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাসস্ট্যান্ড থেকে গাঁজা সহ আটক করে।

আটককৃত ব্যাক্তি, কুড়িগ্রাম জেলার হোসরেবালা গ্রামের মোঃ মনছের আলি মন্ডল এর ছেলে মোঃ নুর আলম (৪০) 

আমিনপুর থানার অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, রাত্রিকালিন হাইওয়ে নিরাপত্তা ও থানা এলাকা আইনসৃংখলা নিরাপত্তা মূলক ডিউটি চলাকালীন সময় কাশিনাথপুর মোড় এ  কুড়িগ্রাম হইতে  রাতের গাড়ি এসে থামলে গাড়ি থেকে কয়েকজন ব্যাক্তি নামে এর মধ্যে একজন ব্যাক্তির চালচলন সন্দেহজনক  মনে হওয়ায় কর্তব্যরত অফিসার এএসআই রাসেল পারভেজ তার সঙ্গিয় ফোর্স সহ তাকে দাড় করায়, তার হাতে থাকা চটের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে পলিথিন এ মোড়নো অবস্থায় ৩ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।

আসামি কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে টানবাড়ি এলাকায় মজোর বাড়িতে সরবারাহর উদ্দ্যেশ্যে সে এখানে এসে নামে। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com