১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনা মুক্তমঞ্চে গান ও কবতিা সন্ধ্যা অনুষ্ঠিত

Apr 26, 2015, 1:25:38 AM

পাবনা মুক্তমঞ্চে গান ও কবতিা সন্ধ্যা অনুষ্ঠিত

পাবনা মুক্তমঞ্চে গান ও কবতিা সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টঃ আবুশামায়েল

পাবনার অন্যতম সাহত্যি আসর “উত্তরণের” আয়োজনে শনবিার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাবনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে, “ লেখকের লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার ” এ প্রতিপাদ্য সামনে রেখে “ বৈশাখী উম্মাদনায় গান ও কবিতা সন্ধ্যা” শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।

   সৈয়দা জহুরা আক্তার ইরার সঞ্চায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবির হৃদয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সারোয়ার জাহান ফয়েজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খন্দকার বদিউর রহমান ও মির্জা গোলাম রাব্বানি।

  এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে গান পরিবেশন করেন হালিম বয়াতি ও আফরোজা শাপলা। এছাড়া গান ও কবিতা পরিবেশন করেন উত্তরণের সকল শিল্পীগণ। আর এ অনুষ্ঠানের পরিবেশিত সকল গান রচনা করেন, আলমগীর কবির হৃদয়, খন্দকার বদউির রহমান মুন্নু, রেহেনা সুলতানা শিল্পী ও আফরোজা শাপলা।

 অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে পাবনার একমাত্র অনলাইন রেডিও, “রেডিও পাবনা ”।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com