১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কে গ্রেফতার করেছে পুলিশ

May 1, 2015, 5:24:14 AM

সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কে গ্রেফতার করেছে পুলিশ

নয়ন হোসেন-  লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে পাঠানো আদেশ এ জিআর ১৪৮/০৫ এর মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী আমিনপুর থানাস্থ রাজনারায়নপুর এলাকার মৃত. আনার মোল্লার ছেলে মোঃ আঃ আউয়াল (৪৫)।

বৃহস্পতিবার সকাল পনে আট টার সময় কাশিনাথপুর মোড় থেকে গ্রেফতার করা হয়।

আমিনপুর থানার এএসআই রাসেল পারভেজ জানান, দির্ঘদিন পালিয়ে থাকার পরে গোপন সূত্রে জানা সে এলাকায় এসে তানিয়া গাড়িতে সুপারভাইজার এর কাজ করছে , জানা যায় নগরবাড়ি থেকে বগুড়াগামী সারে সাত টার গাড়িতে সে আজ কাজে আছে, আমার সঙ্গীয় ফোর্স সহ সাদা পোশাক তাকে আটক করি।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com