১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ‘এইদেশ ও একজন পথিক’ বই এর মোড়ক উন্মোচন

May 1, 2015, 3:02:07 PM

আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে ‘এইদেশ ও একজন পথিক’ বই এর মোড়ক উন্মোচন

আমরা কি মুসলমান? নাকি মুসলিম? এমনই এক রহস্যময় প্রশ্নের উত্তর সংবলিত বই ‘এইদেশ ও একজন পথিক’ এর মোড়ক  উন্মোচিত হল গতকাল বিকালে থানাপাড়ার রেডিও পাবনার অফিসে। বই এর লেখক শমশের আলী হেলাল ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডে ক্রিয়েটিভ গ্রুপের উপদেষ্টা, এডওয়ার্ড কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম সুজা,পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরবঙ্গের ব্যুরো প্রধান, হেডে ক্রিয়েটিভ গ্রুপের উপদেষ্টা উৎপল মির্জা, ‘এইদেশ’ এর আলোকচিত্রী আব্দুল মমিন বিপ্লব,আবু সাদাত আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি খালেদ হোসেন পরাগ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজকের প্রজন্ম ফোরামের দ্বীপ, রাসনা, পাবনা ফটোগ্রাফার্স ফোরামের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক(সোহাগ),সদস্য আফিফ হাসান চৌধুরী,ইফতেখার মাহ্মুদ(সেজান), আছিবউজ্জাম প্রিয়, রেডিও পাবনার আর,জে রাশেদুল ইসলাম রাশেদ, রাশিদুল ইসলাম ভুবন,সাদিয়া জাহান মিতিল। 

উক্ত অনুষ্ঠানের ফটোগ্রাফী পার্টনার ছিল পাবনা ফটোগ্রাফারস ফোরাম, রেডিও পার্টনার ছিল রেডিও পাবনা।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com