১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

দীর্ঘ ৯ বৎসর পরে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

May 2, 2015, 4:29:03 AM

দীর্ঘ ৯ বৎসর পরে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

নয়ন হোসেন-  পাবনা দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত থেকে পাঠানো আদেশ এ দ্রুত  জিআর ০৫/২০০৬  (বেড়া) এর ৫ বৎসরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী পাবনা আমিনপুর থানাস্থ বসন্তপুর (মুজিববাধ) এলাকার মোঃ লালন শেখ এর ছেলে মোঃ সজন (৩০)।

শুক্রবার দিবাগত রাত রাত ২ টার  সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আমিনপুর থানার অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে জানা যায় দীর্ঘ নয় পালিয়ে থাকার পর আসামি নিজ বাড়িতে অবস্থান করছে তৎখনাত রাত্রিকালিন হাইওয়ে  ডিউটি  অফিসার এএসআই রাসেল পারভেজ ও এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। 

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com