১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আবারো সাজাপ্রাপ্রাপ্ত আসামী আটক আমিনপুর থানায়

May 5, 2015, 3:59:54 PM

আবারো সাজাপ্রাপ্রাপ্ত আসামী আটক আমিনপুর থানায়

নয়ন হোসেন- পাবনা জেলা আমিনপুর থানা সাজাপ্রাপ্ত আসামী আটক এর অভিযান বহাল রেখে পাবনা দায়রা জজ আদালত থেকে পাঠানো আদেশ ৬৩/০৯, জিআর ৩৪/০৯ (সুজা), মামলা নং-১৪-০২/০৯। ৬ বৎসর পরে ২ বৎসরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী, আমিনপুর থানাস্থ আহম্মেদপুর (উত্তরপাড়া) এলাকার মৃত. সাহেব আলী শেখ এর ছেলে মোঃ আওয়াল শেখ @ গ্যাদা (৪৫)। রবিবার মধ্যরাতের দিকে আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com