১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

উৎসব মুখোর পরিবেশে মাছরাঙ্গা টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Jul 31, 2015, 6:57:12 AM

উৎসব মুখোর পরিবেশে মাছরাঙ্গা টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে পাবনায় গতকাল বৃহস্পতিবার উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের শুরুতে দেশ বরেণ্য শিল্পপতি স্কয়ার গ্রুপ ও মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনার পুলিশ সুপার মো: আলমগীর কবীর, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মনিরুজ্জমান, বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, পাবনা প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট শিক্ষাবিদ মো: কামরুজ্জামান, প্রবীন সাংবাদিক ভাষা সৈনিক এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযিুক্ত বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদুল হকরানা।
স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বাধিন মজুমদার। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহায়তা করেন মাছরাঙার পাবনা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু । 
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দ্কি, জেলা মৎস কর্মকর্তা আব্দুল জলিল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের ডীন ও প্রক্টর আওয়াল কবির জয়, ইতিহাস বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুল্লাহ, রানা প্রপাট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রানা বিশ্বাস,পাবনা সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকন পাবনা, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সমকাল এবং এনটিভির স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জমান আখতার, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি মোস্তফা সতেজ, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন, জাতীয় মহিলা পরিষদের পাবনা শাখার সভানেত্রী পুরবী মৈত্র, বিশিষ্ট মানবাধিকার সংগঠক শহিদুর রহমান শহীদ, দৈনিক খবরপত্র সম্পাদক ডা. মো: আব্দুস সালাম, দৈনিকএ যুগের দ্বীপ সম্পাদক সরকার অরিফুর রহমান আরব আলী, নাট্য সংগঠন অনুশীলন-৮০ সভাপতি মো: আবুল কাশেম, পাবনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আখিনুর ইসলাম রেমন, দৈনিক আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস চাদু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামাল আহামেদ সিদ্দিকী,স্কয়ার ফুড এন্ড বেভারেজের মহাব্যস্থাপক আব্দুল খালেক, উপ-মহাব্যবস্থাপক মো: আবু তাহের, সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, স্কয়ার ফুড এন্ড বেভারেজের কারখানা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম চৌবে, মোসাদ্দেক আলী খসরু, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার মো: ইদ্রিস আলী ,ডেইলী নিউএজ প্রতিনিধি মাহফুজ আলম, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সময় টিভির প্রতিনিধি এস এ আসাদ, কল্যাণ সম্পাদক ও ডেইলি ষ্টার প্রতিনিধি তপু আহমেদ, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এস এম আলাউদ্দিন, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সুশীল তরফদার, সাংবাদিক আব্দুল জব্বার, ভোরের ডাক প্রতিনিধি আব্দুর রশিদ , অনলাইন মিডিয়া নতুন চোখ সম্পাদক এসএম আলম, আরটিভির প্রতিনিধি মামুন খান,বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট,দেশটিভি প্রতিনিধি জিকে সাদী, দৈনিক ইছামাতর ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান খান বিপ্লব, শুভ, চ্যানেল টয়েন্টি ফোর প্রতিনিধি শাহিন রহমান, জিটিভির প্রতিনিধি ইমরোজ খন্দকার, ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি খাইরুল ইসলাম বাসিদ, এস এ টিভি প্রতিনিধি কলিট তালুদকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার, দৈনিক সকালের খবর প্রতিনিধি আবুল কালাম আজাদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, পাবনা ড্রামা সার্কেলের সাধারন সম্পাদক ও একাত্তুর টিভি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল ,প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি সামসুন্নাহার বন্যা, কচি কাচার মেলার জেলা সাধারণ সম্পাদক রেহানা সুলতানা শিল্পী প্রমুখ।
এর আগে এক পাবনা প্রেসক্লাব থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com