১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনা পলিটেকনিকে এর কম্পিউটার ল্যাবে সব কম্পিউটার নষ্ট

Jul 31, 2015, 7:33:06 AM

পাবনা পলিটেকনিকে এর কম্পিউটার ল্যাবে সব কম্পিউটার নষ্ট

 বরাবর
সম্পাদক

আমি পাবনা পলিটেকনিক এর ৫ম পর্বের কন্সটাকশন বিভাগের ছাএ।আমাদের

কলেজ এর কম্পিউটার ল্যাবে সব কম্পিউটার নষ্ট। থিওরি পড়ানো হয়। আমরা
অটোকার্ডের ডিজাইন শিখতে পারছি না। সর্বপরি শিক্ষার্ধীরা অনেক আশা নিয়ে
ভর্তি হলেও কম্পউটার সম্পর্কে প্যাকটিক্যাল ধারণা পাচ্ছেনা। আমরা অনেকবার
প্রিন্সিপালকে বিষয়টি জানালেও কোন ফল মেলে নি। এখানে ৭টি বিভাগে প্রায়
৩২০০ শিক্ষার্থী অধ্যায়নরত। তাদের প্রত্যেকেরই কম্পিউটার বিষয় আছে।
কম্পিউটার বিভাগে প্রতি পর্বেই কম্পিউটার বিষয় আছে। তারা পরিপূর্ণ জ্ঞান
অর্জন করতে অসমর্থ হচ্ছ। আধুনিক যুগ কম্পউটার ছাড়া অচল। দেশকে উন্নত করতে
হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সেখানে আমরা অনেক পিছিয়ে পরছি। তাই
কম্পউটার আমাদের সময়ের দাবি হয়ে পড়েছে। তাই আপনাদেন কাছে আমাদের সকল
ছাএ-ছাত্রির চাওয়া বিষয়টি আপনাদের পত্রিকায় ছাপিয়ে কতৃপক্ষের দৃষ্টি
আর্কষণ করবেন।

মো:রুবেল আলী
বিভাগ: কন্সটাকশন
রোল:৬৯৩৬৩৮ 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com