১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ট্রাফিক পুলিশের ব্লকচেকিংয়ে ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ আটক-২

Aug 5, 2015, 7:10:42 AM

ট্রাফিক পুলিশের ব্লকচেকিংয়ে ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ আটক-২

সেলিম আহমেদ ঈশ্বরদী ॥ কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের পাকশী লালনশাহ সেতুর টোলপ্লাজার নিকট যাত্রীবাহী বাসে ব্লকচেকিং দিয়ে বুধবার ১’শ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিলসহ দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদী ট্রাফিক পুলিশের টিএসআই আসাদ ও এটিএসআই মনিরুল ইসলামসহ একদল ট্রাফিক সদস্য তাদের আটক করেন। আটককৃতরা হলো কুষ্টিয়ার মেহেরপুর ম-ল পাড়ার আব্দুল জলিলের ছেলে শামীম ও একই গ্রামের রশিদুল আহমেদের ছেলে মিনারুল ইসলাম। আটককৃতরা কুষ্টিয়ার ত্রিমোহনী থেকে ফেন্সিডিলসহ পাবনাগামী অনিক পরিবহনের একটি বাসে ওঠার পর গোপন সংবাদ পেয়েই  ঈশ্বরদী ট্রাফিক পুলিশ সদস্যরা বাসটিতে ব্লক চেকিং দেয়।  

ট্রাফিক পুলিশের টিএসআই আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে পাবনাগামী অনিক পরিবহনের একটি বাসে তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিলসহ শামীম ও মিনারুলের নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের নামে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com