১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সুজানগরে কৃষকরা স্বপ্নের সোনালী আশ ঘরে তুলতে বিভোর

Aug 7, 2015, 10:51:33 AM

সুজানগরে কৃষকরা স্বপ্নের সোনালী আশ ঘরে তুলতে বিভোর

বার্তা সংস্থা পিপ : সুজানগরে স্বপ্নের সোনালী আশ ঘরে তুলতে বিভোর কৃষক। তাদের চোখে মূখে এখন আনন্দের হাসি ফুটেছে। এবারে সুজানগরের বিল গাজনাসহ বিস্তির্ন এলাকায় পাটের বাম্পার ফলন এসেছে। গত কয়েক বছরে পাট ফসলে কৃষকদের লোকসান গনতে হয়েছে। এবারে পাটের বাম্পার ফলন হওয়ায় অতিতের সব ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এমনটিই মনে করছেন তারা। তবে বিগত দিনের মতো যেন বাজারে পাটের দরপতন না ঘটে সেদিকে সরকার নজর দিবেন বলে কৃষকদের দাবি। এবারে পাটের ন্যায্য মূল্য পেলে কৃষকরা পাট চাষে উৎসাহ হারাবেন না। সুজানগরে উৎপাদিত উন্নত জাতের তোশা পাটের তৈরী বিভিন্ন রকমের হস্তশিল্প ও চটের তৈরী ব্যাগ বিদেশে রপ্তানী যোগ্য। এতে করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর সুত্রে প্রাপ্ত তথ্য অনুজায়ী উপজেলার দশ উইনিয়নের মধ্যে দুলাই, রানীনগর, সাতবাড়িয়াসহ তাতীবন্ধ ও আহাম্মদপুরে সবচেয়ে বেশি পাটের ফলন হয়েছে। এবারে উপজেলার পাটের আবাদ করা হয়েছে দশ হাজার একরের অধিক। এতে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে বিঘাপ্রতি এক মে. টন। উপজেলায় উৎপাদন ধরা হয়েছে প্রায় একশত মে. টন পাট। গতবারে পাটের বাজার মূল্য ছিল ৬’শ থেকে ৭’শ টাকা এবারে বাজার মূল্য ধরা হয়েছে একহাজার থেকে একহাজার ২’শ টাকা পর্যন্ত। ফলে উৎপাদন যেমন বেশি হয়েছে পাশপাশি কৃষকও বেশি মূল্যে পাট বিক্রি করতে পারছে। সব মিলিয়ে পাট চাষে কৃষক এবার অতিতির তুলনায় লাভবান হয়েছেন।  

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com