১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

হিমায়েতপুর ইউনিয়নে অতি বর্ষণে জলাবদ্ধতা দূরকরণের জন্য স্মারকলিপি প্রদান

Aug 9, 2015, 4:38:57 PM

হিমায়েতপুর ইউনিয়নে অতি বর্ষণে জলাবদ্ধতা দূরকরণের জন্য স্মারকলিপি প্রদান

এস.এম.আলম ॥ পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নে অতি বর্ষনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার মানুষ নানা সমস্যার জর্জরিত। অতি বর্ষণের ফলে হিমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর, কাজীপাড়া, টিকরি, খোদাইরপুর, হিমায়েতপুর, পাটকিয়াবাড়ি, বৈকণ্টপুর, চকচিরেট এলাকার প্রায় ১০ হাজার একর আবাদি জমির ফসল অতি বর্ষনের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই এলাকায় ১০টি ডিপ টিওবয়েল রয়েছে। এ সকল জমির পানি নিষ্কাশনের জন্য একটি সরকারী খাল স্থানীয় নাম জোলা থাকলেও কিছু কিছু অতি লোভী ব্যক্তিদের বাঁধ দেবার ফলে পানি বের হতে পারে না। এ কারণে সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে উন্মুক্ত জলাশয় ভরাট বা বাঁধ দেওয়া নিষিদ্ধ ঘোষনা থাকলেও এরা তা অমান্য করছে। বাংলাদেশ কৃষকলীগের হিমায়েতপুর ১,২,৩ ইউনিয়ন শাখার আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ জলাবদ্ধতা দূরকরণের জন্য সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলামকে স্মারক লিপি প্রদান করা হয়। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com