১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহরে চালককে অচেতন করে অটো ছিনতাই

Aug 11, 2015, 10:21:04 AM

চাটমোহরে চালককে অচেতন করে অটো ছিনতাই



সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালককে অচেতন করে অটো রিক্সা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের রিফুজি পাড়া এলাকার কালাম হোসেনের ছেলে অটো চালক দূর্জয় (২২) পাবনার টেবুনিয়া থেকে অটো রিক্সাটিতে দু’জন যাত্রী বেশী লোক নিয়ে চাটমোহর নতুন বাজার এলাকায় আসার জন্য রিজার্ভ নেয়। পথি মধ্যে চাটমোহর রেলবাজার এলাকায় চালকসহ ওই দুই যাত্রী বেশে ছিনতাইকারীরা একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খায়। পরে ভাদড়া গোরস্থানের পূর্ব পাশে (মিশনগেট-নতুনবাজার সড়কে) অটো চালককে অচেতন অবস্থায় ফেলে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী রাস্তার পাশে দূর্জয়কে পরে থাকতে দেখে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
দূর্জয় জানান, ছিনতাইকারীদের তিনি চেনেন না। অটো রিক্সাটি তিনি হক এন্টারপ্রাইজ পাবনা থেকে কিছু দিন আগে ক্রয় করে ছিল।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, চালক দূর্জয়কে নেশা জাতীয় কোন দ্রব্য খাওয়ানোর ফলে সে অচেতন হয়ে পরে।
এব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ঘটনাটি জানার সাথে সাথে ছিনতাইকারীদের আটক ও অটো রিক্সাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com