১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সুজানগরে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Aug 12, 2015, 2:45:45 PM

সুজানগরে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের দুর্গাপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে গতকাল বৃহস্পতিবার টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত উক্ত খেলায় উপজেলার গাবগাছি ফুটবল একাদশ ও খয়রান ফুটবল একাদশ অংশ নেয়। বিকাল ৫টায় শত শত ক্রিড়ামোদী দর্শকদের উপস্থিতিতে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় গাবগাছি ফুটবল একাদশ খয়রান ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় গাবগাছি ফুটবল একাদশের খেলোয়ার রাশেল ম্যান অব দ্যা টুর্র্ণামেন্ট এবং আতা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। শেষে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গাবগাছি ফুটবল একাদশের টিম ম্যানেজার খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ। দুর্গাপুর যুব সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, হেলাল খান ও আবু মুসা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক (অবঃ) মোতাহার আলী বিশ্বাস ও রাহেনুল হক মিটুল। শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com