১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

Aug 12, 2015, 2:47:20 PM

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : গত মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের উপজেলার পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বনওয়ারী নগর ঐতিয্যবাহী খেলার মাঠে বিকাল ৪ টায় বালিকাদের খেলায় টাইব্রেকারে চিথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাচুরিয়া বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিকাল ৫ টায় একই মাঠে বালকদের খেলায় খাগরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার বিজয়ীদের গোল্ডকাপ ট্রফি প্রদান করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোকনুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান আহমেদ, এ.এস.এম কামরুজ্জামান ও জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com