১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম ওয়ার্ড এর কাউন্সিল হওয়ায় মইন কাদেরী কে সংবর্ধনা

Aug 12, 2015, 3:50:49 PM

লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম ওয়ার্ড এর কাউন্সিল হওয়ায় মইন কাদেরী কে সংবর্ধনা

নয়ন হোসেন- লন্ডন এর বার্কিং এন্ড ডেগেনহাম ওয়ার্ড এর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব আলহ্াজ এ্যাডভোকেট জহির আলী কাদেরীর পুত্র পাবনার সন্তান মইন কাদেরী কে অনন্য গ্রুপ পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ।

এ্যাডভোকেট জহির আলী কাদেরী সভপতিত্বে, পাবনা শহরস্থ আরিফপুর অনন্য গ্রুপের প্রধান কার্যালয় এর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মইন কাদেরী, বিশেষ অতিথি হসেবে ছিলেন, মইন কাদেরীর সহধর্মীনি নিলা কাদেরী।

আরো উপস্থিত ছিলেন, অনন্য গ্রুপ এর প্রতিষ্ঠাতা আলহ্াজ সৈয়দা নিলুফা কাদেরী,পাবনা প্রেস ক্লাবের সেক্রেটারী আহম্মেদ-উল হক রানা, অনন্য সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী, প্রধান বক্তা ছিলেন, পাবিপ্রবি এর ডিন জনাব মোঃ আব্দুল আলিম। অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথির হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন এবং মইন কাদেরী সবার সাথে মোলাকাত করে পরিচিত হন।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com