১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আজ আইনজীবীদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময়

Aug 16, 2015, 6:56:19 AM

আজ আইনজীবীদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময়

ফরিদ: পাবনা- ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স আজ ১৭ আগষ্ট সোমবার দুপুরে প্রধান বারের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সভায় সকল আইনজীবীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিক ইমতিয়া খান নিউটন।

  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com