১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আরটিভি সাংবাদিক মামুনের পিতার ইন্তেকাল

Aug 19, 2015, 5:30:00 AM

আরটিভি সাংবাদিক মামুনের পিতার ইন্তেকাল

শহর প্রতিনিধি:বে সরকারি টেলিভিশন আর টিভির পাবনা প্রতিনিধি জুবায়ের হোসেন খান মামুনের পিতা রেজওয়ান হোসেন খান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি...... রাজেউন। তিনি গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দ্ইু ছেলে, পুত্রবধূ নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আল আকসা সুপার মার্কেটের স্বত্বাধিকারী মৃত আলহাজ্ব মকবুল হোসেনের জৈষ্ঠ্য ছেলে। এ সংবাদ লেখা পর্যন্ত জানাজা নামাজের সময় ও স্থান জানা যায়নি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পাবনা প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষে সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারন সম্পাদক আহমেদ উল হক রানা শোক প্রকাশ করেছেন। অপরদিকে পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন ও সাধারন সম্পাদক আবু সাঈদ মোহন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা এবং পাবনা টেলিভিশন ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি কাজী বাবলা ও সাধারন সম্পাদক এস এ আসাদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ পাবনার সভাপতি মিরোজ হোসেন, সাধারন সম্পাদক প্রবীর সাহা, পাবনা ড্রামা সার্কেলের আহবায়ক ফারুক হোসেন চৌধুরী, সদস্য সচীব মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ শোক জানিয়েছেন।
 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com