১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

৭ নং ওয়ার্ড আঃলীগে সাধারণ সম্পাদক সাবেক কমিশনার কুসুমের ইন্তেকাল

Aug 19, 2015, 5:51:57 AM

৭ নং ওয়ার্ড আঃলীগে সাধারণ সম্পাদক সাবেক কমিশনার কুসুমের ইন্তেকাল

ইউ এন এস ঃ শালগাড়ীয়া আতাইকুলা সড়কের বাসিন্দা সাবেক আনোয়ারা প্রেসের মালিক আলহাজ্ব শওকত আলী খানের ৩য় পুত্র,৭নং ওয়ার্ড আঃলীগে সাধারণ সম্পাদক,  চাঁপাবিবি ওয়াক্ এষ্টেট জামে মসজিদ কমিটির সদস্য, সাবেক কমিশনার ইকবাল হোসেন কুসুম গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকায় ব্রেনক্যান্সার  জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বৎসর , তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু, সহ-কর্মি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, আশপাশের লোকজন তার বাড়ীতে ভীড় জমায়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পাবনা জেলা পরিষদের প্রসাশক এম সাইদুল হক চুন্নু, পাবনা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহন, সাবেক পিপি এ্যাড. বেলায়েত আলী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইসহাক খান শামীম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, চাঁপাবিবি ওয়াক্ এষ্টেট জামে মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব আবুল হোসেন খান মোহন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল হাসান রবিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইমতিয়াজ আফরোজ ছবি, ৭নং ওয়ার্ড আঃলীগে সভাপতি শ্রী সৌমেন সাহা ভানু প্রমূখ। ইকবাল হোসেন কুসুম ৪ ভাই ৩ বোন ভাইদের মধ্যে সে ছিল ৩ নং। পাবনা জুয়েলারী মালিক সমিতির সভাপতি কামরুল আনাম রিপনের ভাই। গতকাল রাত ১০টায় চাঁপাবিবি ওয়াক্ এষ্টেট জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com