১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনা শহরের হাসপাতাল রোড থেকে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্র অপহরণ

Sep 6, 2015, 10:10:28 AM

পাবনা শহরের হাসপাতাল রোড থেকে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্র অপহরণ

স্টাফরিপোর্টার : পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া হাসপাতাল সড়কের পিডিসি হাসপাতালের সন্নিকট হতে গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে আরমান শেখ (১৬) নামক ৮ম শ্রেণির ছাত্র অপহরণ হয়েছে। অপহৃত স্কুল ছাত্র পাবনা শহরের দৃষ্টি মডেল স্কুলের ছাত্র। এ ব্যাপারে পাবনা থানায় সাধারণ ডায়েরী করা হলেও অপহৃত স্কুল ছাত্র আরমান শেখকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি।

অপহৃত স্কুল ছাত্র আরমান শেখের পারিবারিক সুত্রে জানা গেছে আরমান শেখ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের মালেশিয়া প্রবাসি আলম শেখের একমাত্র ছেলে। আলম শেখের স্ত্রী মোর্শেদা বেগম তাদের একমাত্র ছেলে আরমান এবং মেয়ের লেখাপড়ার সুবিধার্থে বর্তমানে পাবনা পৌরসভার নারায়পুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। গত ৩ সেপ্টেম্বর সকাল ১০টা দিকে কোচিং এ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি আরমান। ঐ দিন রাত ৮টার দিকে অপরিচিত একটি নাম্বার থেকে আরমানের মায়ের নাম্বারে রিং এলে রিসিভ করার পর তার পরিচয় জানতে চাইলে কোন পরিচয় না দিয়ে অপর প্রান্ত থেকে ফোন কেটে দেয়া হয়। পরবর্তীতে অপহৃত স্কুল ছাত্র আরমানের পরিবারের লোকজন উল্লেখিত নাম্বারে ফোন দিলেও রিসিভ করা হচ্ছে না। অনেক খুজাখুজির পর ছেলেকে না পেয়ে মা মোরশেদা বেগম গত ৪ সেপ্টেম্বর পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর- ১৬৮। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা পাবনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দুস বার্তা সংস্থা বিএনসি ২৪কে জানান, ৪ সেপ্টেম্বর হতে মোবাইল ট্রাকিং করে অপহৃত স্কুল ছাত্র আরমানের অবস্থান জানার প্রচেষ্টা অব্যহত রয়েছে। অপরদিকে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোমিনুল আলম জানান, অপহৃত স্কুল ছাত্র আরমানকে উদ্ধারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com