১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সুজানগরে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং॥ প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ

Sep 11, 2015, 8:07:26 AM

সুজানগরে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং॥ প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ

সুজানগরে ভয়াভহ লোড শেডিং এর প্রতিবাদে মুসল্লিয়ানরা বিক্ষোভ করেছে। শুক্রবার বাদ জুমা উপজেলার দুলাই সহাসড়কে মুসুল্লিরা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে মসজিদ সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্তরে সংক্ষিপ্ত সভায় আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন মিন্টু, ডা. জহির, রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন গত কয়েক দিনে লোড শেডিং এর কারনে জনজীবন বিপরজস্ত হয়ে পরেছে। উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ দূর্বিসহ জীবনয়াপন করছে। পৌর এলাকাসহ দুলাই, সাতবাড়িয়া ও মানিকহাট ইউনিয়নের প্রায় পুরো এলাকা জুড়ে ভয়াভহ লোড শেডিং চলছে। দিনে ৭/৮বার এবং তিন/চার বার গড়ে চব্বিশ ঘন্টার মধ্যে ১৮ঘন্টাই বিদ্যুত থাকছেনা। ফলে ওই সকল এলাকার মিলকারখানা বিদ্যুত চালিত খাদ্য সামগ্রী উৎপাদনে ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিক্ষাত্রীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এছাড়া আবাসিক এলাকায় রাতের বেলায় তিন/চার ঘন্টা লোড শেডিং হওয়ার কারনে না নির্ঘুম রাত কাটাচ্ছে তাঁরা। জনজীবনে নেমে এসেছে সীমাহীন দূর্ভোগ। - বার্তা সংস্থা পিপ 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com