১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ইয়াবা সহ ১ জন কে আটক করেছে .পাবনা থানা পুলিশ

Sep 12, 2015, 4:55:10 AM

ইয়াবা সহ ১ জন কে আটক করেছে .পাবনা থানা পুলিশ

নয়ন হোসেন- ১৩০ পিচ ইয়াবা সহ এক জন কে আটক করেছে পাবনা থানা পুলিশ।
গতকাল বেলা আরাইটার সময় পাবনা সদর থানাস্থ ৮ মাইল এস্কেন এর চায়ের দোকান এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কেশবপুর এলাকার মোঃ নোমান আলী এর ছেলে মোঃ মনিরুল ইসলাম।
পাবনা থানার এসআই মোঃ মাসুদ রানা জানান, নিয়মিত হাইওয়ে মোবাইল ডিউটি চলকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ৮ মাইল বাজারে ইয়াবা বেচাকেনা হচ্ছে তৎখনাত এএসআই বেদার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে চায়ের দোকান সামনে অভিযান চালনো হয় এবং মনিরুল কে আটক করে,এ সময় তার দেহ তল্লাশী করে তার লুঙ্গির বামকোচা থেকে ১৩০ পিচ ইয়াবা পাওয়া যায়।
মোঃ মনিরুল কে নিয়মিত মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com