১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

৫ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে পাবনা থানা পুলিশ

Sep 12, 2015, 5:00:15 AM

৫ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে পাবনা থানা পুলিশ

নয়ন হোসেন- ৫ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে পাবনা থানা পুলিশ আটককৃত ব্যাক্তি, পাবনা সদর থানাস্থ বলরামপুর এলাকার আব্দুল কামার এর ছেলে মোঃ মিন্টু।
শনিবার দুপুর ১ টার দিকে বলরাম বাজার থেকে তাকে আটক করা হয়।
পাবনা থানার এসআই মোঃ মাহফিজুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় সাজাপ্রাপ্ত আসামী বলরামপুর বাজারে ঘোড়াফেরা করছে তখনই এসআই মোঃ মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তাকে আটক করা হয়।
তার নামে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো পাবনা থানায় ৫ বৎসরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরওয়ানা আছে।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com