১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বেড়া কলেজের শিক্ষক কর্মচারীদের আনন্দ র‌্যালী

Sep 12, 2015, 8:33:21 AM

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বেড়া কলেজের শিক্ষক কর্মচারীদের আনন্দ র‌্যালী

বার্তা সংস্থা পিপ  : অষ্টম পে-স্কেলে এম.পি.ও ভূক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করায়  প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও সুভেচ্ছা জানিয়ে বেড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের নেতৃত্বে কলেজ চত্বর থেকে শিক্ষক কর্মচারীদের একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি কলেজ রোড, সিঅ্যান্ডবি বাসষ্ট্যান্ড মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, উপাধ্যক্ষ আবু সাঈদ, আব্দুস সোবহান সরকার, আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, সেলিম রেজাউল, ইকবাল হোসেন, রুবিনা ইয়াসমিন, সাজিয়া নাসরিন প্রমূখ। বক্তারা সরকারী কর্মকর্তা কর্মচারীদের মতোই এম.পি.ও ভূক্ত বেসরকারী শিক্ষক কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতার অন্তভূক্ত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও অভিনন্দন জানান।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com