১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহরে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাসষ্ট্যান্ডে পশুর হাট!

Sep 13, 2015, 1:18:01 AM

চাটমোহরে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাসষ্ট্যান্ডে পশুর হাট!

চাটমোহর সংবাদদাতা: পাবনার চাটমোহর- হরিপুর সড়ক সংলগ্ন উত্তর পাশে পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাইনগর এলাকায় ৫ বছর পূর্বে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন পৌর বাসষ্ট্যান্ডটি উদ্বোধনের পূর্বেই পরিণত হল পশু হাটে। গত শুক্রবার থেকে উক্ত বাসষ্ট্যান্ডে বসছে পশুসহ হাঁস, মুরগি, পুরাতন রিক্সা, ভ্যান, অটো ভ্যান, নছিমন, করিমন, মটরসাইকেল, চৈতালী ফসল, ভূষালী মাল, কাঁচা তরকারী, মাছ, মাংস, ডিম, ইত্যাদির হাট। নির্মাণ কাজ শেষ হবার ৫ বছর পার হলেও বাসষ্ট্যান্ডটি ইজারা দেয়নি কতৃপক্ষ। ফলে সরকার হারিয়েছে লাখ লাখ টাকার রাজ¯^। এটি এ এলাকার মানুষের কোন কাজে আসেনি। উক্ত বাসষ্ট্যান্ডে চাটমোহর পৌরকতৃপক্ষ বসিয়েছে গরু, মহিষ, ছাগল,লছিমন, করিমন, ধান, চাউল, সবজি ইত্যাদির হাট। টিকিট কাউন্টারের পাশে সাড়ি সাড়ি বাঁধা হচ্ছে গরু ছাগল। গত শুক্রবার বিকেল তিনটায় এ হাট উদ্বোধন করেছেন চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল। প্রতি শুক্রবার এখানে হাট বসবে বলে জানা গেছে। পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান জানান, আমি পৌর চেয়ারম্যান থাকা কালীন প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে বাসষ্ট্যান্ডটি নির্মাণ কাজ শুরু করি। যে উদ্দেশ্যে এটি নির্মাণ করি সে উদ্দেশ্য এখনো সফল হলো না। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com