১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

বেড়ায় গ্রামীন ফোন টাওয়ারে দুধর্ষ ডাকাতি দুই লাখ টাকার মালামাল লুট

Oct 11, 2015, 9:23:47 AM

 বেড়ায় গ্রামীন ফোন টাওয়ারে দুধর্ষ ডাকাতি  দুই লাখ টাকার মালামাল লুট

পাবনার বেড়ায় গতকাল রোববার ভোর রাতে গ্রামীন ফোন টাওয়ারে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গেট ও মেশিন ঘরের তালা খুলে ও ভেঙ্গে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।গ্রামীনফোন টাওয়ারের সিকিউরিটি নুর ইসলাম জানান, গতকাল ভোর ৪টায় একটি মাইক্রোবাস ( যার নং ঢাকা মোট্রো-ঠ, ১১-৭০৮৮) নিয়ে ৪ জন ডাকাত এসে গেটের তালা খুলে ভিতরে ঢুকে পরে। এ সময় সিকিউরিটি নুর হুদা ইসলাম তাদের পরিচয় জানতে চাইলে তারা অফিসের লোক বলে জানান। তাদের আইডি কার্ড দেখানোর কথা বললে তারা তালবাহানা করে। তাদের মধ্যে দুইজন মেশিন ঘরের তালা খুলে ভিতরে ঢুকে পড়ে। তারা ২২টি ব্যাটারী  খুলে বের করে মাইক্রোবাসে তুলে নেয়। আইডি কার্ড না দেখানোর ফলে সন্দেহ হলে সিকিউরিটি নুর হুদা ইসলাম চোর চোর বলে চিৎকার করে। তাতে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে দ্রুত চলে যায়।গ্রামীন ফোন টাওয়ার এর পাবনা এরিয়ার সিকিউরিটি সুপার ভাইজার, মোঃ সেলিম হোসেন জানান, ঘটনাটি নুর ইসলাম ভোর সাড়ে পাঁচটায় তাকে মোবাইল ফোন করে জানান। ঘটনাটি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। মামলার প্রস্তুত্তি চলছে। খবর বার্তা সংস্থা পিপ  

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com