১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী চরমপন্থি নেতা জিয়া গ্রেফতার

Oct 11, 2015, 9:30:45 AM

 শীর্ষ সন্ত্রাসী চরমপন্থি নেতা জিয়া গ্রেফতার

গতকাল রোববার পাবনার সাথিয়া উপজেলার আতাইকুলা থানার আলোকচর গ্রামে অভিযান চালিয়ে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল (লাল পতাকার) আঞ্চলিক নেতা ও তিনটি হত্যাসহ এক ডজন মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী জিয়াউল হক জিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃত জিয়া আতাইকুলা থানার আলোকচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। রোববার  ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশের একটি দল আলোকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ও চাঁদাবাজিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। খবর বার্তা সংস্থা পিপ 

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com