১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

জাতীয় মহিলা সংস্থা পাবনার ক্ষুদ্র ঋণ প্রকল্পের চেক বিতরণ

Oct 12, 2015, 5:26:15 AM

জাতীয় মহিলা সংস্থা পাবনার ক্ষুদ্র ঋণ প্রকল্পের চেক বিতরণ

আর কে আকাশ : জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখা পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রকল্প কার্যক্রমের আওতায় ঋণের চেক বিতরণ সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সংস্থার চেয়ারম্যান ও মহিলা লীগ পাবনা জেলা শাখার সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলির সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম আশরাফীর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শামীম আরা শিখা, ক্যাটারিং প্রকল্পের সদস্য সহকারী অধ্যাপিকা নিহার আফরোজ জলি, সদর উপজেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক ফাহিমা আক্তার পলি, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা শিরিন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান প্রিন্স, ছাত্রলীগ নেতা ফিরোজ, মাঠ সমন্বয়কারী শরিফুল ইসলাম চাঁদ, এশিয়া টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ, ওমর ফারুক, প্রশিক্ষক সাঈদা শবনম, ফাতেমা আক্তার, গোলজার হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com