১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

হেডে মিডিয়ার উদ্যোগে জেলার জন্মদিনের অনুষ্ঠানে বক্তাদের অভিমত ঐতিহ্যবাহী পাবনার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

Oct 19, 2015, 12:32:55 PM

হেডে মিডিয়ার উদ্যোগে জেলার জন্মদিনের অনুষ্ঠানে বক্তাদের অভিমত  ঐতিহ্যবাহী পাবনার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

নিজ প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী পাবনা জেলার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষা শিল্প সাহিত্য রাজনীতি ও সাংস্কৃকিতিসহ সর্ব ক্ষেত্রে পাবনার যে ঐতিহ্য তা ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই পাবনা আরো সমৃদ্ধ হবে। পাবনা জেলার ১৮৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

গত ১৮ অক্টোবর শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌরমিলনায়তনে (মুক্ত মঞ্চ) নানা কর্মসূচীর ম্যাধমে পালিত হলো ঐতিহ্যবাহী পাবনা জেলার ১৮৭ তম জন্মদিন। এই উপলক্ষে হেডে ক্রিয়েটিভ গ্রুপ এর ব্যবস্থাপনায় জেলার সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান।  হেডে ক্রিয়েটিভ গ্রুপ এর গ্রুপ লিডার খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরবঙ্গের বুরো প্রধান উ্যৎপল মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাব এর সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মুকুল, মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মুর্তজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা। আয়োজনটির ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে ছিলো হেডে মিডিয়া, ইভেন্ড পার্টনার হিসেবে পাবনা ফটোগ্রাফার্স ফোরাম, জালাল মেমোরিয়াল হসপিটাল, স্বপ্নের বাক্স ফাউন্ডেশন, আয়মান প্রোডাক্সন, দৈনিক বিবৃতি ও পাবনা নিউজ ২৪.কম । অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে পিসিভি এইচ ডি ও পাবনার একমাত্র অনলাইন রেডিও পাবনা। মাসপো গ্রুপ অব কোম্পানির পৃষ্ঠপোষকতায় মনোরম ডেকোরেশন ও সুষ্ঠ ব্যবস্থ্পনায় ব্যাতিক্রম ধর্মী এ অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম ঘটেছিল। আলোচনা সভা ও কেক কেটে তার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য ২০০৮ সাল থেকে হেডে ক্রিয়েটিভ গ্রুপ এর ব্যবস্থাপনায় প্রতি বছর অনারম্বর পরিবেশের মধ্যে দিয়ে পাবনা জেলার জন্মদিন পালন করা হয়।্

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com