১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

উত্তরন সাহিত্য আসরের উদ্যোগে কবি ওমর আলীর ৭৭তম জন্মদিন পালিত

Oct 20, 2015, 12:28:16 PM

উত্তরন সাহিত্য আসরের উদ্যোগে কবি ওমর আলীর ৭৭তম জন্মদিন পালিত

পিপ : “এ দেশে শ্যামল রঙ রমনীয় নাম শুনেছি” খ্যাত কবিতার কবি, কবি ওমর আলীর ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কবি ওমর আলীর কোমরপুরস্থ বাসভবনে উপস্থিত হয়ে কবির জন্মদিন উৎসব পালন করেন উত্তরণ সাহিত্য আসর পাবনা প্রধান কার্যালয়ের সদস্যবৃন্দ। কবিকে ফুলের শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে কবি ও কবিতার স্মৃতিচারন করেন উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়, দৈনিক ইছামতি পত্রিকার প্রধান প্রতিবেদক কবি ছিফাত রহমান সনম, সাধারণ সম্পাদক পলাশ আব্দুল্লাহ, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ এহতেসাম, সহ প্রচার সম্পাদক আনোয়ার ইসলাম, শাখা সম্পাদক জিনিয়া ফেরদৌস সুমি, সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান রনি, সাহিত্য সম্পাদক এনামূল মানিক, সদস্য খেয়াঘাট সম্পাদক ইসমাইল হোসেন শাখাওয়াত, নির্বাহী সদস্য ফোল্ডার সম্পাদক কবি ইদ্রিস আলী। এছাড়াও পাবনা’র বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও অন্যান্য সাহিত্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কবির সুস্থ্যতা কামনায় ফোল্ডার সম্পাদক কবি ইদ্রিস আলীর সৌজন্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে উত্তরণ সাহিত্য আসরের আয়োজনে ফুলের শুভেচ্ছা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সবশেষে কবি ও ছড়াকার দেওয়ান বাদলের নির্মিত প্রামান্যচিত্র যা কবি ওমর আলীকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com