১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আগামীকাল পাবনা ব্লাড নেটওর্য়াক এর উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট

Oct 28, 2015, 8:45:49 AM

আগামীকাল পাবনা ব্লাড নেটওর্য়াক এর উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট

 সংবাদদাতাঃ “আপনার রক্তে অন্যোর জীবন,রক্তই হোক মানবতার বন্ধন” এই প্রতিপাদ্যোর আলোকে পাবনা পাবনা ব্লাড নেটওর্য়াক এর উদ্দ্যোগে আজ সকাল দশ টায় সরকারী এডওয়ার্ড কলেজে ছাত্র/ছাত্রীসহ সর্ব জন সাধারণের জন্য ফ্রি ব্লাড গ্রুপ নিণর্য় ক্যাপইেন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বিষয় বস্তু সম্পর্কে গ্রুপ এডমিন রাহাত হোসেন পল্লব বলেন, একজন মুমূর্ষ রোগীর ব্লাড প্রয়োজন হয় তাকে সহযোগীতা করাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এই ক্যামপেইনের সার্বিক সহযোগিতায় রয়েছে, পাবনা শিশু হাসপাতাল, পার্টনার হিসাবে কাজ করছে স্যোসাল অরগানাইজেশন এন্ড ইয়ুথ নেটওর্য়াক ,পাবনা নিউজ ২৪ ডট কম, মেডিসেন ক্লাব পাবনা মেডিকেল কলেজ ইউনিট, নতুন আলো সংঘ, রেডিও পাবনা, ৫২ সমাচার ও পাবনা ফটোগ্রাফারস ফোরাম।

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com