১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

পাবনা ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে আনোয়ারুলের সাফল্য

Sep 24, 2013, 9:12:08 AM

 পাবনা ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে আনোয়ারুলের সাফল্য

 মোবারক বিশ্বাস পাবনা : অসময়ে গ্রীষ্মকালীন সবজি ফুলকপি চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের সাকড়েগাড়ির চরমিরকামারী গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম। কৃষক আনোয়ারুল জানান, গত কয়েক বছর যাবৎ তিনি অসময়ে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ করে আসছেন। শীতকালে এ সকল সবজি কৃষকেরা ব্যাপক মাত্রায় চাষাবাদ করার ফলে তখন সবজির ন্যায্য মূল্য পাওয়া যায় না। বিক্রি না হলে গরুকে খাওয়ান এবং অনেক সময় ফুলকপি রাস্তায় ফেলে দিতে হয়। সে কারণে কৃষক আনোয়ারুল গত কয়েক বছর যাবৎ গ্রীষ্মকালীন ফুলকপি, বাঁধাকপি, মূলা, ধনিয়াপাতা, টমেটো আগাম চাষাবাদ করছেন। তিনি আরও জানান, সকল প্রকার সবজি তিনি চাষাবাদ করেন জৈব সার দিয়ে। তিনি তার খামারকে আদর্শ খামার হিসেবে গড়ে তুলেছেন। গতকাল বুধবার সকালে তার খামারে গিয়ে দেখা যায়, এবার তিনি তার চার বিঘা জমিতে উন্নত মানের ফুলকপি চাষ করেছেন। ফলনও হয়েছে প্রতিবারের চাইতে বেশ ভালো। এ সকল ফুলকপির গড় ওজন প্রায় ১ কেজি। ফুলকপি গুলো দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে। ফুলকপিগুলো অসময়ে হওয়ার কারণে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। অসময়ে ফুলকপি বাজারে ওঠার কারণে তিনি প্রায় প্রতি পিস ৪০/৫০ টাকায় বিক্রি করছেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়। এছাড়া অনেক ক্রেতা তার জমি থেকেই ফুলকপি কিনে নিয়ে অন্যত্র বিক্রি করছেন বলেও তিনি জানান। ঈশ্বরদীর বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে প্রতিদিনই তার জমিতে অসময়ের ফুলকপি দেখতে কৃষকেরা আসছেন এবং ফুলকপি চাষাবাদের পরামর্শ নিচ্ছেন। অসময়ে ফুলকপি চাষাবাদের কারণে কৃষক আনোয়ারুল ইতোমধ্যে ‘কপি আনোয়ারুল’ খেতাব অর্জন করেছেন। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খুরশিদ আলম জানান, ফুলকপি হচ্ছে মূলতঃ শীতকালীন সবজি। অসময়ে করাও সম্ভব তবে পরিশ্রম একটু বেশি করতে হয়। সেই সাথে ফলন শীতকালীন সময়ের চেয়ে কম হয়। তবে ফলন কম হলেও দাম বেশি পাওয়া যায়।   

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com