১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

প্রতিদিন আড়াই লাখ টাকার শামুক বিক্রি হচ্ছে ঈশ্বরদী

Sep 25, 2013, 1:07:40 PM

প্রতিদিন আড়াই লাখ টাকার শামুক বিক্রি হচ্ছে ঈশ্বরদী

স্টাফ রিপোর্টারঃ জেলার ঈশ্বরদীতে শামুক কুড়িয়ে স্বাবলম্বি হয়ে উঠেছে প্রায় ৩’শ পরিবার। শুধুমাত্র শামুক বিক্রি ও সরবরাহের জন্য ঈশ্বরদীতে রীতিমত গড়ে উঠেছে কয়েকটি শামুকের আড়ত। শামুক কুড়ানোর কাজে প্রতিনিয়ত ব্যস্ত এলাকাবাসি ও ব্যবসায়ীরা জানান বানিজ্যিক ভিত্তিতে প্রতিদিন ঈশ্বরদী থেকে গড়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার শামুক যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঈশ্বরদীর শামুক ব্যবসায়ী তালেব মিয়া জানান, ঈশ্বরদী থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের চিংড়ি ঘের এলাকা সাতক্ষিরা, বাগেরহাট ও খুলনায় পাঠানো হয় এসব শামুক। শামুক ব্যবসাকে কেন্দ্র করে ঈশ্বরদীর মুলাডুলি, কালিকাপুর ও আড়কান্দি এলাকায় বেশ কয়েকটি অস্থায়ী আড়ত স্থাপিত হয়েছে। এখান থেকেই এই শামুক ট্রাক ভর্তি করে পাঠানো হয় ওই সব দুর-দুরান্তের এলাকায়। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন খাল-বিল ও ডোবা-নালা, জলাশয় থেকে সংগ্রহকৃত শামুক ওই আড়তে জমা হয়ে সন্ধ্যায় ট্রাক যোগে খুলনায় পাঠানো হয়। ঈশ্বরদীর মূলাডুলি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের শামুক সংগ্রহকারী শহিদুল আলম জানান, প্রতিদিন শামুক কুড়িয়ে তিনি ২শ থেকে ৩’শ টাকা আয় করেন। ঈশ্বরদী দাশুড়িয়া, মূলাডুলি, কালিকাপুর ও আড়কান্দিসহ বিভিন্ন এলাকার প্রায় ৩’শ মানুষ এই শামুক কুড়ানোর কাজে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকে। বিকেলে বিক্রির জন্য স্থানীয় শামুকের আড়তে নিয়ে যায়। এসব এলাকার শত শত মানুষ এমনকি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও ছুটির দিনে শামুক কুড়িয়ে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছে। শামুকের স্থানীয় আড়তদার আশরাফ শেখ জানান, ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পাশ্ববর্তী এলাকার লোকজন প্রতিদিন শত শত বস্তা শামুক আমাদের কাছে এনে বিক্রি করে। এসব এলাকার বহু মানুষ পেশাগত ভাবেই শামুক কুড়ানোকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com