১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

শিক্ষক রাসেলকে বাঁচাতে পাবনায় মানববন্ধন

Sep 26, 2013, 1:31:39 PM

শিক্ষক রাসেলকে বাঁচাতে পাবনায় মানববন্ধন

পাবনার মেধাবী সন্তান ও  চট্রগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারি অধ্যাপক মুহাম্মদ আল ইমরান রাসেলকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তার ছাত্ররা। আজ বৃহস্পতিবার সকালে শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করে তারা এই সহযোগিতা কামনা করেন। শিক্ষক মুহাম্মদ আল এমরান রাসেল পূর্বে পাবনা ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারি অধ্যাপকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চট্রগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আছেন। সম্প্রতি তিনি ইৎধরহংঃবস ওহভধৎপঃরড়হ ( গধংংরাব ঝঃৎড়শব) রোগে আক্রান্ত হয় । বর্তমানে তিনি ঢাকাস্থ সি এম এইচ এর আইসিইউ তে চিকিৎসাধিন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। মেধাবী এই শিক্ষককে বাঁচাতে প্রচুর টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে বাঁচাতে প্রধানমন্ত্রী সহ সকল সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেন। সকাল ১১ টায় প্রিয় শিক্ষকের জন্য তার শত শত ছাত্র-ছাত্রী পাবনা শহরে আব্দুল হামিদ সড়কে হাতে হাত ধরে মানববন্ধন রচনা করে। প্রায় ঘন্ট্যাব্যাপী মানববন্ধনে শিক্ষক রাসেলের বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়িরাও অংশ নেয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, শিক্ষক রাসেল সারাজীবন মানুষের কল্যানে কাজ করেছেন। নিজের বেতনের টাকা দিয়ে বহু ছাত্র-ছাত্রীর পড়ার খরচ চালিয়েছেন। বহু মানুষের চিকিৎসায় সহযোগিতা করেছেন। আজ তিনি নিজেই অসুস্থ। তারমত একজন মেধাবী ও মহতপ্রান শিক্ষককে বাঁচানো প্রয়োজন। তাই তারা প্রধানমন্ত্রী সহ সকল সুহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা- ডা. লায়লা সাবেকুন নাহার, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, ঢাকা সেনানিবাস। সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪১১০৬৪৬, মুঠফোন নম্বর-০১৭১৩-৯৬৮৭৬৩। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com