১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

শেখ রাসেল পার্কের নির্মল বিনোদনে জেলাবাসী মুগ্ধ

Oct 8, 2013, 10:28:10 PM

শেখ রাসেল পার্কের নির্মল বিনোদনে জেলাবাসী মুগ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে গড়ে ওঠেছে শেখ রাসেল শিশু পার্ক। গত ২০০০ সালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল শিশু পার্ক স্থাপন করা হয়। এখানে এসে নির্মল বিনোদন উপভোগ করতে পেরে শিশু তা তাদের অবিভাবকরা মুগ্ধ। তবে এখানে নানা প্রতিকূলতা রয়েছে। পার্কে বসার জন্য ব্যবস্থা থাকলেও শিশুদের বিনোদনের জন্য আধুনিক তেমন কোন ব্যবস্থা না থাকায় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। দূর্জয় পাবনার পাশে অবস্থিত এই শিশু পার্কে প্রতিদিন বিনোদন পিপাসু মানুষের ভীড় থাকে। নাগরিক জীবনে একটু শান্তি ও স্বস্তি পেতে তারা ছুটে আসে এখানে। অবসর সময় কাটাতে শিশুদের নিয়ে তার মায়েরা এসে এখানে সময় কাটান। শেখ রাসেল শিশু পার্ক পাবনার শিশুদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্র বলা যায়। বিনোদন পিপাসু শিশুদের জন্য শেখ রাসেল শিশু পার্ক উপযুক্ত একটি স্থান। তবে প্রয়োজনীয় সংখ্যক বিনোদন ব্যবস্থা এখানে নেই। পাবনাবাসী এই শিশু পার্কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ রাসেলের প্রিয় বড়বোনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com