১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

বিদেশের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী রাষ্ট্রদূত হোসেন আলী

Oct 8, 2013, 10:56:30 PM

বিদেশের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী রাষ্ট্রদূত হোসেন আলী

১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্ট করে আন্তর্জাতিক পরিমন্ডলে আলোচনার কেন্দ বিন্দুতে পরিণত হন রাষ্ট্রদূত এম হোসেন আলী। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাবন্দি। আর হোসেন আলী কলকাতায় পাকিস্তান মিশনের ডেপুটি হাইকমিশনার। মুজিব ভক্ত বাংলার কৃতী সন্তান হোসেন আলী সুযোগের অপেক্ষায় থাকেন। ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার স্বপথ গ্রহণের পরের দিনই ৬৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ হোসেন আলী পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সেই সঙ্গে মিশন থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা সংগ্রামে এটা ছিল মহান ঐতিহাসিক ও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলনের প্রথম ঘটনা। যা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উত্স হিসাবে কাজ করে। দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, বৈষম্য আর পাকিস্তানি দুঃশাসনকে পদদলিত করার পাশাপাশি সেই পতাকা স্বাধীন বাংলাদেশের মান-মর্যাদা সমুন্নত করে বিশ্ব দরবারে সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। তখন থেকে হোসেন আলী ভারতে বাংলাদেশ মিশনের প্রথম প্রধান হিসাবে নিযুক্ত হন এবং স্বাধীনতা লাভ পর্যন্ত ঐ পদে কর্তব্যরত ছিলেন। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, খাদ্য ও অস্ত্রের ব্যবস্থাসহ মুক্তিযুদ্ধে ভারতীয় সরকারের সক্রিয় সহায়তা প্রদানে হোসেন আলীর অবদান দেশবাসীর স্মৃতিতে অম্লান রয়েছে। তিনি প্রশিক্ষণ শিবিরগুলো নিয়মিত পরিদর্শন করতেন। নিজেও যুদ্ধের ট্রেনিং নেন। সেদিন তার সাহসী ভূমিকার জন্য মুক্তিযুদ্ধের প্রতি বৈদেশিক অনেক সরকার বাংলাদেশের অভ্যুদ্বয় নিয়ে ভাবতে শুরু করে। তিনি স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকারের প্রথম দূত হিসাবে বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন । ১৯৭৩ সালের জানুয়ারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন আলীকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করেন। এ সময় যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশের প্রতি আমেরিকার মনোভাব ইতিবাচক ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা প্রশস্ত করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন। 


মরহুম হোসেন আলী একজন বীর মুক্তিযোদ্ধা এবং সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তিনি ১৯২৩ সালের ১ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত পারভাঙ্গুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তাহের মাহমুদ। হোসেন আলী ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসি এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৪৯ সালে সাবেক পররাষ্ট্র বিভাগে যোগদান করেন। তিনি ১৯৫০-৫১ সালে ওয়াশিংটন ডিসি-তে আন্তর্জাতিক আইন ও কূটনীতি বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৮১ সালের ২ জানুয়ারি কানাডার অটোয়াতে বাংলাদেশের হাইকমিশনার এম হোসেন আলী ইন্তেকাল করেন (সূত্রঃ বাংলাদেশ গেজেট জানুয়ারি ৬ , ১৯৮১ )। তিনি সেখানেই চির নিদ্রায় শায়িত রয়েছেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com