১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আগুনে আতাইকুলা বাজারের ১৫ দোকান পুড়ে ছাই

Oct 14, 2013, 11:36:33 AM

 আগুনে আতাইকুলা বাজারের ১৫ দোকান পুড়ে ছাই

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

রোববার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান বাংলানিউজকে জানান, রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আতাইকুলা বাজারের সাহেব আলীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাবনা, বেড়া ও সুজানগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে রমেশ কুমার পাল ও খোকন কুমার পালের মিষ্টির দোকান, হাবিবুর রহমান ও উজ্জল হোসেনের ওষুধের দোকান, আব্দুল আজিজের, আসাদুল ইসলাম, ইরাদ আলী, আশরাফ আলী, আব্দুস ছালাম ও আব্দুল হকের মুদি দোকান, সাহেব আলী ও কদু প্রামাণিকের চায়ের দোকান, আব্দুল আলীমের মুরগির দোকানসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 

এ ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com