১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ঈশ্বরদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Oct 15, 2013, 6:10:25 AM

ঈশ্বরদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেলিম আহমেদ, ঈশ্বরদী, পাবনা : দীর্ঘ আট বছর পর গোপন ব্যালটে ঈশ্বরদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত ৯টার সময় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ১৩টি পদের মধ্যে ১০টিতেই বিপুল বিজয় অর্জন করে শাহীন-ফজলু পরিষদ। সভাপতি পদে ১৭ ভোট পেয়ে দৈনিক দিনকাল প্রতিনিধি আজিজুর রহমান শাহীন সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে সাপ্তাহিক ঈশ্বরদীর কাগজের সম্পাদক কে এম আবুল বাশার (২০ ভোট) দৈনিক উত্তরবঙ্গ বার্তার ঈশ্বরদী প্রতিনিধি ইলিয়াস আহমেদ (১৭ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার (৩০ ভোট) জনকন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না (২৩ ভোট), কোষাধ্যক্ষ পদে প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম (২৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকালের খবর সিনসার ঈশ্বরদী প্রতিনিধি সেলিম আহমেদ সর্বোচ্চ (৩৯ ভোট), প্রচার-প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ডেসটিনির ঈশ্বরদী প্রতিনিধি টিপু সুলতান (২৫ ভোট), দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বার্তার ঈশ্বরদী প্রতিনিধি রেজাউল করিম সেলিম (২২(ভোট), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক প্রভাতের ঈশ্বরদী প্রতিনিধি ওহিদুজ্জামান টিপু (২৭ ভোট), ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের ঈশ্বরদী প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু (২৩ ভোট), সমাজ কল্যাণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময়ের ঈশ্বরদী প্রতিনিধি আহসান হাবীব (২৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া গঠনতন্ত্র সাধারণ সভার রেজুলেশন অনুযায়ী কার্যনিবার্হী সদস্য পদে জনদাবীর সম্পাদক আলাউদ্দিন আহমেদ, দৈনিক ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জোড় বাংলার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম সমকোণের সম্পাদক আবদুল মান্নান টিপু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৬ জন সদস্যের মধ্যে ৪৩ জন প্রত্যক্ষ ভোট প্রদান করেন।  
নির্বাচনে ন্যায়-নিষ্ঠা দক্ষতার সাথে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এ্যাড. মনোয়ার হোসেন স্বপন, এ্যাড. নুরুল ইসলাম গেদা, প্রভাষক আতাউল হক নান্নু, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু প্রাক্তন সাংবাদিক মনিরুল আহসান মনি। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com