১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

২৫ অক্টোবরে পরে এই সরকার মতায় থাকার আর কোন বৈধতা নাই - শিমুল বিশ্বাস

Oct 17, 2013, 2:50:47 AM

২৫ অক্টোবরে পরে এই সরকার মতায় থাকার আর কোন বৈধতা নাই - শিমুল বিশ্বাস

জহুরুল ইসলাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন আগামী ২৫ অক্টোবরে পরে এই সরকার মতায় থাকার আর কোন বৈধতা নাই। তাই প্রশাসন এই সরকারের নির্দেশ না মানলে কোন অপরাধ হবে না। এদেশের জনগণ আওয়ামী লীগের অধিনে কোন নির্বাচন মানবে না এবং হতে দিবে না। এদেশের জনগণ আর বাকশাল হতে দিবে না। আওয়ামীলীগের সে স্বপনো  কখনও পুরণ হবে না । আওয়ামীলীগ ষড়যন্তের মাধ্যমে মতায় আসে এবং মতা হস্তান্তরেও ষড়যন্ত করে। আওয়ামীলীগ দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা মতায় থেকে নির্বাচন দিয়ে আবারও মতায় যেতে চাই। তারা জানে এদেশের জনগন আওয়ামী লীগকে আর মতায় দেখতে চাই না। বৃহস্পতিবার বিকালে পাবনা সদর উপজেলার গয়েশপুর ও আতাইকুলা ইউনিয়ন 

বিএনপির উদ্যেগে বাবুল চড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ এবং 

পুলিশের গুলিতে নিহত আলাল ও সিরাজুলের পরিবারকে বিএনপির চেয়ারপার্সনের 

প থেকে প্রতি পরিবারকে এক ল টাকা করে অনুদান প্রদান অনুষ্ঠানের  প্রধান অতিথির বক্তব্যতে তিনি এ সব কথা বলেন।

আতাইকুলা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম মনার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর অব কেএস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, জামায়াতের কেন্দ্রীয় নেতা রফিকুলনবী,পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুলাহ আল মাহমুদ মান্নান,আলহাজ্ব তৌফিক হাবিব. একে এম মুসা, এ্যাডভোকেট মাসুদ খন্দকার,যুগ্ন সম্পাদক নুর মাসুম বগা,রেহানুল ইসলাম বুলাল, শহিদুর রহমান টুটুল বিশ্বাস, সেলিম আহমেদ, আবু বকর সিদ্দিকীয় মকু, আনিসুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, প্রকৌশলী ফারহান আতিক খন্দকার, পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, গয়েশপুর ইউপি চেয়ারম্যান রাশিদা বেগম, ম্যসজীবি দলের সভাপতি আজম প্রাং,সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, প্রমুখ। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com